ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় মার্কশিট ও প্রশংসা পত্র বিতরণে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে উপজেলার দিলপাশার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী রানা‘র বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন ৬জন শিক্ষার্থী। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগে প্রকাশ,গত ২০১৯ সালে দিলপাশার ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের মধ্যে সুরুজ,মেহেদী হাসান,স্বাধীন,রমজান,রাজিব ও জনিসহ কয়েক শিক্ষার্থী কলেজে একাদশ শ্রেণিতে ভতির সুযোগ পেয়ে মার্কশিট ও প্রশংসা পত্রের জন্য বিদ্যালয়ে যায়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাদের কাছ থেকে দুই-তিন‘শ করে টাকা আদায় করেন। শিক্ষার্থীরা রসিদ চাইলে উল্টো বেয়াদব বলে গালি দেন।
কয়েকজন অভিভাবক জানান,করোনা কালীন সময়ে অর্থনৈতিক সংকট চলা সত্বেও বাধ্য হয়ে প্রধান শিক্ষকের কথা মত টাকা দিয়ে আমরা মার্কশিট ও প্রশংসা পত্র নিয়েছি। এছাড়া ঐ প্রধান শিক্ষকের অসদাচরণের কারণে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা একেবারেই কমে গেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক দু’জন অভিভাবক জানান। তারা আরো বলেন,ভাঙ্গুড়া পৌরসভার কয়েকটি প্রাইভেট স্কুলের ছেলে-মেয়ে ভতি দেখিয়ে শূণ্য ঘরে ক্লাশ চালান। আর ওই ছেলে-মেয়েরা ক্লাশ করেন প্রাভেট স্কুলে।
অভিযোগের বিষয়ে দিলপাশার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী রানা‘র মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল আলম বলেন, দিলপাশার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মার্কশিট ও প্রশংসাপত্র বিতরণে টাকা নেওয়ার বিষয়টি শুনেছি। এ বিষয়ে একটি অভিযোগ ইউএনও স্যার আমাকে মার্ক করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতেও বলেছেন।
অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান বলেন,এ বিষয়ে খোঁজ খবর নিয়ে
মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।