ভাঙ্গুড়া প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় লাম্পি স্কিন নামের ভাইরাল রোগে গবাদি পশুর মৃত্যু হয়েছে। ভ্যাকসিন সংকটের কারণে এই রোগ প্রতিরোধ করা যাচ্ছেনা বলে কৃষকরা জানিয়েছেন। উপজেলার ঝিনাইগাড়ী কলকতি গ্রামের চাঁদ আলী জানান,তার এক লাখ টাকা মুল্যের একটি গরুর জ¦র ও গায়ে চাকাচাকা ঘা হয়ে মারা গেছে। একই গ্রামের আব্দুর রউফ জানান,তার দেড় লাখ টাকা মূল্যের একটি গরুর গায়ের চামড়ায় গোটার মত বের হয়ে কয়েকদিনের মধ্যে মারা যায়। উপজেলার বিভিন্ন গ্রামে অনুরপ লক্ষণে আরও কিছু গবাদি পশু আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ফলে খামারীরা হতাশ হয়ে পড়েছেন।
খামারীরা জানান,এই রোগে আক্রান্ত গবাদি পশুর চিকিৎসা দেয়ার পরও সুফল পাওয়া যায়নি। পশু সম্পদ বিভাগের কর্মকর্তারা জানান,এ্টা এক ধরনের ভাইরাল ডিজিজ। এর চিকিৎসা নেই বললেই চলে। এ ছাড়াও রোগটি ছোঁয়াছে। তাই সতর্কতা ছাড়া এই রোগ থেকে রক্ষা পাওয়া কঠিন। তবে রোগ প্রতিরোধের জন্য লাম্পি ভ্যাকসিন দিলে ভালো ফল পাওয়া যায়। শনিবার এই রিপোর্ট লেখা পর্যন্ত লাম্পি স্কিন রোগ প্রতিরোধে প্রাণি সম্পদ বিভাগ কোনো প্রকার ভ্যাকসিন প্রয়োগ করেনি বলে এলাকার খামারীরা জানিয়েছেন।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.রুমানা আকতার রোমি লাম্পি স্কিন রোগে ঐসব গরুর মৃত্যুর খবরে বলেন, খামার পরিস্কার ও জীবনিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। এ ছাড়া রোগ প্রতিরোধে লাম্পি টিকা গ্রয়োগ করা যেতে পারে বলেও তিনি জানান। তবে এই টিকার সংকট রয়েছে এবং সরকারি ভাবে সরবরাহ না থাকায় খামারীদের বাজারে ওষুধের দোকান থেকে সংগ্রহ করতে বলা হয়েছে।।