মার্কিন মহাকাশ সংস্থা নাসার বরাতে প্রতিবেদনে বলা হয়, পয়েন্ট নিমো নামে প্রশান্ত মহাসাগরেএকটি স্থান রয়েছে। যা পুরনো মহাকাশযানের ভাগাড় হিসেবেই পরিচিত। অনেক পুরনো মহাকাশযান ও মহাকাশবর্জ্য এখানে পড়েছে। আইএসএসও এখানেই গিয়ে পড়বে ২০৩১ সালের শুরুতে
আইএসএস পরিচালিত হয়ে আসছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের পাঁচটি মহাকাশ সংস্থার যৌথ উদ্যোগে। পৃথিবীর কক্ষপথে এটি স্থাপন করা হয়েছিল ১৯৯৮ সালে। ২০২৪ সাল পর্যন্ত এর কার্যক্রম পরিচালনার কথা ছিল। পরে ৫টি মহাকাশ সংস্থা এই স্টেশনের কার্যক্রম ২০৩০ সাল পর্যন্ত চালিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে নীতিগতভাবে সহমত হয়েছে।
নাসা জানিয়েছে যে, ভবিষ্যতে বাণিজ্যিক প্রতিষ্ঠানের মাধ্যমে পৃথিবী থেকে পরিচালিত মহাকাশ কার্যক্রম পরিচালনা করা হতে পারে। বিশেষত পৃথিবীর কক্ষপথ ও এর আশপাশে যেসব অভিযান পরিচালিত হবে, সেগুলোর বাস্তবায়নে ভূমিকা রাখবে একটি বাণিজ্যিক ফান্ড।