অনলাইন ডেস্ক
এখন পর্যন্ত মেয়ে ভামিকার কোনো ছবি সরাসরি প্রকাশ্যে আনেননি বিরুষ্কা। প্রিয় তারকা দম্পতির মেয়ের ছোট্ট ছোট্ট হাত পা, এক মাথা ঝাঁকড়া চুলের এক ঝলক কোনো কোনো ছবিতে দেখতে পেয়েছেন অনুরাগীরা।
এই জানুয়ারিতেই এক বছরে পা দেবে ছোট্ট ভামিকা। মেয়েকে নিয়ে বিরুষ্কা এখন দক্ষিণ আফ্রিকায়। ২০২১ সালের শেষ দিন শুক্রবার নিজের ইনস্টাগ্রামে সেখানকারই এক রৌদ্রজ্জ্বল পার্কের ভিডিও পোস্ট করেছেন আনুশকা।
ভিডিওতে দেখা গেছে, রৌদ্রজ্জ্বল সবুজ মাঠ। ক্যামেরার পেছনে কচি গলায় কেউ বলছে, বারবার ডাকছে ‘মাম্মা!’
ছোট্ট ভামিকার গলা চিনতে অসুবিধা হয়নি ভক্তদের। প্রিয় তারকা দম্পতির কন্যার কণ্ঠস্বর শুনে দারুণ খুশি ভক্তকুল। ওই ভিডিও’র কমেন্ট সেকশনে সেকথা জানাতে ভোলেননি তারা।