বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত দেশের সরকারি কলেজের ১ হাজার ৪৯৬ জন প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
বুধবার এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
একটি প্রজ্ঞাপনে ১ হাজার ৪৭৯ জনকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়। অপর প্রজ্ঞাপনে জানানো হয়, ডেপুটেশন বা ছুটিতে থাকা ১৭ জন প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তাদের ছুটি শেষে কাজে যোগদান করার পর পদায়নসহ পদোন্নতির আদেশ জারি করা হবে।
তাদের বেতন স্কেল শুরু হবে ৩৫ হাজার ৫০০ টাকা দিয়ে।