পাবনার ভাঙ্গুড়া উপজেলার সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণিতে ২০২২ শিক্ষা বর্ষে ভর্তির জন্য ডিজিটাল লটারি সম্পন্ন হয়েছে।
বুধবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে প্রতিষ্ঠানটির মাঠ চত্ত্বরে এই উন্মুক্ত ডিজিটাল পদ্ধতিতে ভর্তি লটারি সম্পন্ন হয়।
এতে উপস্থিত ছিলেন সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ নাহিদ হাসান খাঁন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পাবনা জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. বাকী বিল্লাহ, পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম রবি,ভাঙ্গুড়া থানার ওসি মুঃ ফয়সাল বিন আহসান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মো. জাকির হোসেন ছবি, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম।
এসময় প্রতিষ্ঠানটির শিক্ষক কর্মচারি ভর্তি ইচ্ছু আবেদনকৃত শিক্ষার্থী- অভিভাবকগণ, সাংবাদিকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
ভর্তির জন্য ডিজিটাল লটারি পরিচালনা করেন উপজেলা তথ্য ও প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম।
জানা গেছে, প্রাথমিকভাবে ১২০ জন শিক্ষার্থীকে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে।