প্রতিনিধি : পাবনার ভাংগুড়া উপজেলার পারভাংগুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচিত মেম্বর এর সমর্থকেরা পরাজিত মেম্বর সমর্থকদের উপর হামলা চালিয়ে ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদককে আহত করেছে।
সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধায় পারভাংগুড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বর হারুন অর রশিদ,তার সমর্থক, আত্মীয়-স্বজন সংঘবদ্ধ হয়ে পরাজিত প্রার্থী আব্দুর রশিদের সমর্থকদের উপর বেপরোয়া হামলা চালায়। এ সময় বেশ কয়েকজন আহত হয়। পারভাংগুড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি হাসিনুর রহমান ও প্রচার সম্পাদক কোরবান উল্লাহকে মেরে গুরুতর জখম করে।
এসময় কোরবান উল্লাহকে অচেতন অবস্থায় ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতালে প্রেরণ করে। এছাড়াও একইদিনে পাড় ভাংগুড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি হাসিনুর রহমানের উপর দুপুরে ও সন্ধার পরে পর্যায়ক্রমে হামলা করে ৯ নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বর হারুন অর রশিদ ও তার সমর্থকরা।
আহত কোরবান উল্লাহ কে মাথার সিটি স্ক্যান, এক্সরে ও আনুষাঙ্গিক পরীক্ষা নিরিক্ষা করতে পরামর্শ দিয়েছেন। আহত কোরবান উল্লাহর দুই পা ও পেট জখমজনিত কারণে ফুলে গেছে। হাসপাতালের ওয়ার্ডে সিট না পাওয়ায় ফ্লোরে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে। এলাকাবাসী সূত্রে জানা যায়, এর আগেও ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে হারুন অর রশিদের সমর্থকেরা আব্দুর রশিদের সমর্থক যুবলীগের প্রচার সম্পাদক কোরবান উল্লাহর ঘরে মাঝরাতে বাহির থেকে দরজা লাগিয়ে দিয়ে ঘরে আগুন জ্বালিয়ে হত্যা চেষ্টা করে। কিন্তু কোরবান উল্লাহ বিষয়টি টের পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা এসে দরজা খুলে তাকে উদ্ধার করে।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মু.ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মঙ্গলবার রাতে এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। তিনি দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন বলে জানান।