পাবনার ভাঙ্গুড়া উপজেলার চারটি ইউনিয়ন পরিষদে সুষ্ঠু ও শান্তিপুর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এখানে দু’জন সরকারি দলের ও দু’জন বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রোববার (২৬ ডিসেম্বর) সকাল থেকে বিকাল চার পর্যন্ত চারটি ইউপির ৩৬টি কেন্দ্রে এ ভোট গ্রহণ হয়।
পার-ভাঙ্গুড়া ইউনিয়নে হেদায়তুল হক মাষ্টার(নৌকা) ৬০১২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়াম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি খান আতাউর রহমান বাদশা পেয়েছেন ৩৮৩১ ভোট।
অষ্টমনিষা ইউনিয়নে সুলতানা জাহান বকুল(নৌকা) ৬০২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়াম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আব্দুল মান্নান(আনারশ) পেয়েছেন ৪৫৯৯ ভোট।
খানমরিচ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী মনোয়ার হোসেন খান মিঠু(ঘোড়া) ৮৯৫১ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়াম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি নুরু-উন-নবী মন্ডল দুলাল (নৌকা) পেয়েছেন ৬৯২৭ভোট।
দিলপাশার ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী আব্দুল হান্নান (মটর সাইকেল)৩২৬৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মাসুদ রানা(চশমা) পেয়েছেন ২৭৫৪ ভোট।
রাতে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রিজাইডিং অফিসারের নিকট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তারা এই ফলাফল ঘোষণা করেন।
এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষতার সাথে সম্পন্ন হওয়ায় ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খান, নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার রোকসানা নাসরিন এবং কৃষি অফিসার ও রিটার্নিং অফিসার এনামুল হক, থানার ওসি মু: ফয়সাল বিন আহসানসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিনন্দন জানিয়েছেন সুশিল সমাজের প্রতিনিধিরা।