অনলাইন ডেস্কঃ
সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। আর তাতেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো স্বাগতিকরা। টানা দ্বিতীয় জয়ের দিনে সামসুন্নাহারের একমাত্র গোলে ভারতের মেয়েদের হারিয়ে ফাইনাল খেলার স্বপ্ন আরও উজ্জ্বল হলো মারিয়া মান্ডার দলের।
আজ শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ১-০ গোলে জিতেছে বাংলাদেশ। ম্যাচের অষ্টম মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেছেন শামসুন্নাহার সিনিয়র। ম্যাচের ষষ্ঠ মিনিটে তহুরা খাতুন বল নিয়ে ভারতের বক্সে ঢুকলে ফাউলের শিকার হন। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর তাতেই গোলের সহজ সুযোগ লুফে নেন শামসুন্নাহার।
ফলে ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এলো স্বাগতিকরা। অন্যদিকে সমান ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত। আর ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নেপাল। আগামী রোববার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।