নারায়ণগঞ্জের আড়াইহাজারের পুরিন্দা বাজার এলাকায় কর্ভাডভ্যান ও প্রাইভেটকারের মুখোমুখি সংর্ঘষে রাজধানীর তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) সফিউল্লাহ জুয়েল নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রাইভেটকারের চালক।
সোমবার (১৩ ডিসেম্বর) রাত পৌনে ১টায় এ দুর্ঘটনা ঘটে। জুয়েল আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা বাজার এলাকার বীর মুক্তিযোদ্ধা আজিজুল হকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ ভুলতা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সালাউদ্দিন।
তিনি জানান, রাত পৌনে ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা বাজার এলাকায় একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কার্ভাডভ্যানের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহত পুলিশ কর্মকর্তাকে ইউএস বাংলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে। কার্ভাডভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। মরদেহ দাফন করে মামলা দায়ের করবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।