পাবনার ভাঙ্গুড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরু-উন-নবী মণ্ডল দুলাল মাস্টারকে আবারো দ্বিতীয় বার ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন।
সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চন্ডিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,ভাঙ্গুড়া উপজেলার ২নং খানমরিচ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরু-উন-নবী মণ্ডল দুলাল তার কর্মী সমর্থক নিয়ে সোমবার ময়দান দীঘি বাজার এলাকায় প্রায় ১২ মন চাউল ও ২টি গরুর মাংস দিয়ে এলাকার ভোটার ও সমর্থকদের নিয়ে বিশাল ভুড়ি ভোজের আয়োজন করে এবং রান্না করা খাবারগুলো নির্বাচনী এলাকার ওয়ার্ডে ওয়ার্ডে বিতরণ ও বিরোধী পক্ষের চেয়ারম্যান প্রার্থীর পোস্টার ছেড়াসহ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচার-প্রচারণা চালায়। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন নৌকার প্রার্থীকে সতর্ক করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এর আগে দিন রোববার নৌকার প্রার্থী তার নির্বাচনী এলাকায় শতাধিক মোটরসাইকেল ও শতশত কর্মী-সমর্থক নিয়ে মিছিল করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে তাকে ৮ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। গতকাল পাশাপাশি এই নৌকার প্রার্থীকে মৌখিক ভাবে সর্তক করা হয়ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন এতথ্য নিশ্চিত করে বলেন, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করলে কাউকেই ছাড় দেয়া হবে না। তিনি বলেন, নির্বাচন পরিচালনা ও সুষ্ঠভাবে সমাপ্ত করার লক্ষ্যে চলমান ইউপি নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আগামী ২৬ ডিসেম্বর ভাঙ্গুড়া উপজেলার চারটি ইউপিতে ভোট গ্রহণ হবে।