পাবনার ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও জাতীয় রোকেয়া দিবস-২০২১ উদ্যাপিত হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আজ বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে আলোচনাসভা ও চার জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় চারটি ক্যাটাগরিতে উপজেলার সফল চারজন নারীকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় অর্থনৈতিকভাবে সাফল্যের জন্য সাবিহা ইয়াসমীন, সফল জননী হিসেবে হোসনেয়ারা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় আসমা খাতুন এবং নির্যাতনের বিভীষিকা ভুলে নতুন উদ্যমে জীবন শুরু করায় জান্নাতুল ফেরদৌসকে সম্মাননা ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ নাহিদ হাসান খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকি বিল্লাহ।
এ সময় ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঃ ফয়সাল বিন আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, জেলা পরিষদ সদস্য গুলশাহানারা পারভীন লিপি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম ও প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।