চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলার পৌরসদরের কাজি পাড়া মহল্লায় নকল ও ভেজাল চা,
গুড়া সাবান, যৌন উত্তেজক সিরাপ কারখানায় অভিযান চালিয়ে ২ লক্ষ টাকার
জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে চাটমোহর
উপজেলা প্রশাসন, বিএসটিআই (পাবনা ও রাজশাহী অফিস) ও স্থানিয়
নিরাপদ খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে দেশচুর চা কারখানায় এই অভিযান
চালানো হয়। এসময় নকল চা, গুরা সাবান, নকল যৌন উত্তেজক জিনসিন
সিরাপ, বিভিন্ন প্রতিষ্ঠানের লেবেল সংরক্ষনের দায়ে প্রতিষ্ঠানের মালিক
কাজিপাড়া মহল্লার হারুনুর রশিদের ছেলে মামুনুর রশিদ (৪০) কে ভোক্তা
অধিকার সংরক্ষন আইনে এই জরিমানা করে উপজেলা সহকারী কমিশনার ভূমি
ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইকতেখারুল ইসলাম।
এছাড়া একই দিনে মুন্না বেকারীতে অভিযান চালিয়ে নোংড়া পরিবেশ ও
পন্যে মেয়াদ শেষের তারিখ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করে আদালত।
এসময় ভ্রাম্যমান আদালতে সহোযোগিতা করেন বিএসটিআই রাজশাহী
কার্যালয়ের পরিদর্শক মোঃ আজিজুল হাকিম, ফিল্ড অফিসার আমিনুল
ইসলাম, পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আঃ সালাম, উপজেলা
সেনেটারি ইন্সঃ আসলাম হোসেন, পৌর সেনেটারি ইন্সঃ আবুল কালাম
আজাদ দুলাল প্রমূখ।