বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষদের শিক্ষাগত যোগ্যতা জানতে চেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সরকারি কলেজের অধ্যক্ষ পদে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত অধ্যাপকদের এবং দীর্ঘদিন শিক্ষকতার অভিজ্ঞতা নিয়ে বিভিন্ন বেসরকারি কলেজে কর্মরত অধ্যক্ষদের শিক্ষাগত যোগ্যতার বিবরণ চেয়ে বিশ্ববিদ্যালয় থেকে চিঠি দেওয়া হয়েছে।
গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা স্বাক্ষরিত চিঠিতে সব কলেজ অধ্যক্ষদের বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব সরকারি-বেসরকারি কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান ও ইনস্টিটিউটের বর্তমানে দায়িত্বরত ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের তথ্য সংযুক্ত ছক অনুযায়ী পূরণ করে সাত কর্মদিবসের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।