কলকাতার তরুণ প্রজন্মের জনপ্রিয় নায়কদের একজন বনি সেনগুপ্ত। ‘বরবাদ’ সিনেমার মধ্য দিয়ে রূপালি পর্দায় তার পথচলা শুরু। এরপর ‘পারবো না আমি তোকে ছাড়তে’ সিনেমা দিয়ে দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন তিনি। কলকাতার এই অভিনেতা বর্তমানে অভিনয় করছেন বাংলাদেশের সিনেমায়। নাম ‘মানব-দানব’। শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় এর শুটিং হচ্ছে চাঁদপুরে। বজলুর রাশেদ চৌধুরীর পরিচালনায় এতে তার বিপরীতে আছেন নবাগত রাশিদা জাহান শালুক।
শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে বনি সেনগুপ্ত বলেন, ‘দারুণ কিছু সময় পার করছি। পুরো টিম মিলে বেশ আনন্দেই আছি। আর ছবির গল্পটাও এক কথায় অসাধারণ।’
এতে আপনার চরিত্র কেমন? উত্তরে এই অভিনেতা বলেন, ‘জেলেপাড়ার জীবন নিয়ে ছবির গল্প। জেলেদের জীবন-জীবিকা, সুখ-দুঃখ নিয়েই এর গল্প এগিয়েছে। ছবিতে আমার চরিত্রের নাম রাঙ্গা। আমি আমার মা-বাবাকে নিয়ে জীবনযুদ্ধে জর্জরিত। ইতিমধ্যে আমি সুব্রত দা, জ্যাকি দা, রতনসহ শিল্পীদের সঙ্গে অভিনয়ে অংশ নিয়েছি। আমাকে তারা খুবই সহযোগিতা করছেন। শালুক নতুন নায়িকা। ও খুবই ভালো করছে।’
কলকাতার কাজের ব্যস্ততার খবর জানতে চাইলে বনি বলেন, ‘কলকাতায় সম্প্রতি মুক্তি পেয়েছে আমার “যৌতুকগৃহ” ও “হীরক ঘরের হীরা”। ভালো সাড়া পাচ্ছি। বক্স অফিস রিপোর্টও পজেটিভ। এর বাইরে নতুন ছয়টি সিনেমার কাজ চলছে।’
চাঁদপুরের বিখ্যাত ইলিশ কি খাওয়া হচ্ছে? উত্তরে ওপার বাংলার এই অভিনেতা বলেন, ‘তা কি মিস করা যায়। কষ্ট করে শরীরের ওজন যা কমিয়েছি, এই ক’দিনে মনে হয় তা বেড়ে গেছে। সব ঠিক থাকলে আগামী ৩১ তারিখ কলকাতায় ফিরে যাবো।’