চাটমোহর (পাবনা) প্রতিনিধি
জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জেরে পাবনার চাটমোহরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের দাঁথিয়া কয়রাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতদের সাথে কথা বলে জানা গেছে, দাঁথিয়া কয়রাপাড়া গ্রামের আপন চাচাতো ভাই মেহের সরকার এবং নুরুল সরকারের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয়পক্ষই এরআগে আদালতে মামলা দায়ের করেন। সোমবার পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২০ জন আহত হয়। তাদের হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হলে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। থানায় কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।