উল্লাপাড়া(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ শনিবার নদীতে ডুবে আব্দুল ওয়াহাব(৬৬) নামের এক বৃদ্ধ মারা গেছেন। তিনি উলাপাড়া পৌরসভার শ্রীকোলা গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন কৃষক। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ওয়াহাব বাড়ি থেকে পাশের বিলসূর্য নদীতে গোসল করতে যাবার পর আর বাড়ি ফিরে আসেননি। শনিবার সকাল ১০টর দিকে ওই নদীতে ওয়াহাবের লাশ ভেসে ওঠে। পরে খবর পেয়ে বাড়ির লোকজন নদী থেকে লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। বাড়ির লোকজন ও প্রতিবেশীদের ধারনা গোসল করার সময় হয়তোবা তিনি নদীর গভীর পানিতে ডুবে দিয়ে আর উঠতে পারেনি।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক হোজ্জাদুল ইসলাম কৃষক ওয়াহাবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।