উল্লাপাড়া(সিরজগঞ্জ)প্রতিনিধিঃ শনিবার উল্লাপাড়া নিউমার্কেটে হিন্দু,বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের উলাপাড়া শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ আনুষ্ঠানিক ভাবে ওই কার্যালয়ের উদ্বোধন করে। এ উপলক্ষে নতুন কার্যালয়ে ঐক্য পরিষদের উলাপাড়া শাখার সভাপতি প্রভাত নন্দী’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উল্লাপাড়া পৌরসভার মেয়র এসএম নজরুল ইসলাম, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি নরেশ চন্দ্র ভৌমিক।