চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল,নিমাইচড়া ও ছাইকোলা ইউনিয়নের চলনবিল অংশে অবৈধ স্বোতীবাঁধ অপসারণ করেছে প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকতেখারুল ইসলাম বুধবার দিনভর বিলের হান্ডিয়াল পাকপাড়া থেকে শুরু করে ছাইকোলা,নিমাইচড়া ইউনিয়নের ছাওয়াল দহ, চিনাভাতকুরসহ বেশ কয়েকটি স্থানে অবৈধভাবে দেয়া স্বোতীবাঁধ অপসারণ করেন। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমানসহ অন্যরা এই অভিযানকালে উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, এ অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য গত ২৩ আগস্ট (রবিবার) স্বোতীবাঁধ অপসারণের দাবিতে ডিডিএন নিউজে সংবাদ প্রকাশ হয়।