ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় ‘গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণের গুরুত’¡ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও)র’ বাস্তবায়ন ও সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন এবং গ্রাম আদালত সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান।
ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান বলেন, আইনের শাসন ও মামলার জট কমাতে গ্রাম আদালতকে নারীর অংশগ্রহণের মাধ্যমে আরো শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। কাজের গতি বাড়াতে এ কর্মশালার মাধ্যমে নারীদের আরো প্রশিক্ষিত করে তোলার আহবান জানান তিনি।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন,গ্রাম আদালত স্বক্রিয়করণ প্রকল্প ২ এর ইউএনডিপির জেলা ফ্যাসিলিটেটর বাবুল আক্তার ও উপজেলা সমন্বয়কারী মোঃ বিপ্লব হোসেন প্রমুখ।
উপজেলা সমন্বয়কারী কর্মকর্তা মোঃ বিপ্লব হোসেন বলেন, কর্মশালায় উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের ১৮ নারী জনপ্রতিনিধি সহ ৬জন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,ভাঙ্গুড়া উপজেলায় প্রায় দু’বছর যাবত গ্রাম আদালতের কার্যকরি কোনো সভা অনুষ্ঠিত হয়নি। তিন মাস অন্তর উপজেলা সমন্বয় সভায় একটি খাতা দিয়ে সদস্যদের কেবল স্বাক্ষর নেওয়া হয়েছে। তাই গ্রাম আদালতের কার্যক্রম বিষয়ে উপজেলা কমিটির অনেক সদস্যই তেমনভাবে ওয়াকিবহাল নয়। উপজেলা সমন্বয়কারী গ্রাম আদালতের প্রতিটি কর্মসুচী দায়সারা ভাবে করেছেন বলেও অভিযোগ রয়েছে। ফলে গ্রাম আদালতের উদ্দেশ্য অনেক ক্ষেত্রেই সফল হয়নি বলে অভিজ্ঞমহল মনে করেন।