ঢাকা অফিস : দেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকুরিকাল গণনা ও আর্থিক সুবিধাদি প্রাপ্যতার চেয়ে অধিক অর্থ প্রদান করায় তা ফেরত প্রদানের নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ফলে কয়েক হাজার শিক্ষককে তাদের ওভারড্রনের টাকা ফেরত দিতে হবে।
গত ১২ আগস্ট জারীকৃত অর্থ মন্ত্রণালয়ের এই আদেশে বলা হয়েছে ২০১৩-২০১৪ সালে সরকারিকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিধিমালা ২০১৩ এর বিধি ২(গ) এ উল্লিখিত ‘কার্যকর চাকরিকাল’ এই বিধিমালার বিধি ১০ এ উল্লিখিত শুধু অবসর ভাতা গণনার ক্ষেত্রে প্রযোজ্য। অথচ অধিকৃত বিদ্যালয়ের শিক্ষকরা সার্ভিসের সিনিয়রিটি কাউন্ট করে টাইম স্কেল গ্রহন করেছে। ফলে তাদের বেতন লাফিয়ে লাফিয়ে উর্ধতন স্কেলে উন্নীত হয়েছে। যা তাদের প্রাপ্য নয়।
সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মতি গ্রহন না করে উল্লিখিত বিধিমালার ২(গ)৯ ও ১০ এর ব্যত্যয় ঘটিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত ০৫/০৬/২০১৪ খ্রি: তারিখে ৮৮৯ পরিপত্রের টাইম স্কেল গণনা বিধি সম্মত নয়। বিধায় এ সংক্রান্ত ম্ঞ্জুরী আদেশ সংশোধনপূর্বক অতিরিক্ত প্রদানকৃত অর্থ সংশ্লিষ্ট শিক্ষকদের নিকট থেকে আদায় করতে হবে।
আদেশে আরো বলা হয়েছে,অর্থ বিভাগের সম্মতি ছাড়া হিসাবরক্ষণ অফিসসমূহ কর্তৃক টাইম স্কেল প্রদান সংক্রান্ত বিল পাশ করা জিএফআর বিধি ৫০ এর সুস্পষ্ট লংঘন। বিধায় হিসাব মহা-নিয়ন্ত্রককে দায়ি কর্মচারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের পাশাপাশি শিক্ষকদের পরিশোধিত অতিরিক্ত অর্থ বিধি মোতাবেক তাদের(শিক্ষকদের)নিকট থেকে আদায়ের জন্য নির্দেশ দেওয়া হয়।