কান-এ এর আগে বহু অভিনেত্রীই শাড়ি পরেছেন। ঐশ্বর্য রাই বচ্চন থেকে দীপিকা পাড়ুকোন, সোনম কপূর, বিদ্যা বালন, নন্দিতা দাস, কঙ্গনা রানাউত, ডায়ানা পেন্টি, নিমরত কউর এমনকি পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খানও শাড়িতেই কানের রেড কার্পেটে হেঁটেছেন। তবে এই প্রথম বাংলার ঢাকাই জামদানি পরে কোনও নায়িকা কানের লাল গালিচা মাতালেন।