হারারেতে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে আগে বোলিংয়ে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় ম্যাচটি শুরু হয়েছে। জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম দুই ম্যাচেও বাংলাদেশ আগে ফিল্ডিং করেছিল।
ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই তেড়েফুড়ে খেলছেন জিম্বাবুয়ে দুই ওপেনার। তাসকিনের করা প্রথম ওভার থেকে ৮ রান তুলে নেয় স্বাগতিকরা। সাইফ উদ্দিনের করা দ্বিতীয় ওভারে কোনো বাউন্ডারি না আসলেও ৭ রান পায় জিম্বাবুয়ে। তৃতীয় ওভারে শরিফুল ১টি করে চার ও ছক্কা হজম করে মোট ১৩ রান খরচ করেন।
চতুর্থ ওভারে তাসকিনের ৬ বলে ৫টি চার মেরেছেন মাধেভেরে। দুই ওপেনারের তাণ্ডবে শুরুতেই এলেমেলো হয়ে যায় বাংলাদেশ। দুই ওপেনার যখন ঝড়ের বেগে উড়ছেন, তখনই ওপেনার মারুমানিকে থামালেন সাইফউদ্দিন। নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে মারুমানিকে ফেরালেন টাইগার এই ব্যাটিং অলরাউন্ডার। জিম্বাবুয়ের এই ওপেনার ফিরেছেন ২০ বলে ২৭ রান করে। তার বিদায়ে ভেঙেছে ৬৩ রানের ওপেনিং জুটি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ১১৫ রান।
প্রথম টি–টোয়েন্টিতে ৮ উইকেটে জিতেছে বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ে জিতেছে ২৩ রানে। আজ দুই দলের জন্যই তিন ম্যাচের এই সিরিজ জিতে নেওয়ার সুযোগ।
শেষ ম্যাচে বাংলাদেশ দলে আছে একটি পরিবর্তন। মেহেদী হাসানের বদলে এসেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। অন্যদিকে আগের ম্যাচের একাদশ নিয়েই নামছে স্বাগতিকরা।
বাংলাদেশ একাদশ:
মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটকিপার), শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।
জিম্বাবুয়ে একাদশ:
রায়ান বার্ল, সিকান্দার রাজা (অধিনায়ক), রেজিস চাকাভা, টেনডাই চাতারা, লুক জঙ্গুয়ে, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, মিলটন শুম্বা।