বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের নতুন সচিব নিয়োগ পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে বলে সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
সূত্র জানায়, আব্দুস সালাম ১৯৮৯ সালে প্রশাসন ক্যাডারে যোগ দেওয়ার পর মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। গত বছরের ২০ মে সচিব হিসেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে যোগ দেন তিনি। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।
উল্লেখ্য, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব জাফর আহমেদ খানের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আগামী ২৪ জুলাই শেষ হবে।