বলিউড তারকাদের রয়েছে অগনিত ভক্ত। জনসমক্ষে প্রিয় তারকাকে পেলেই সবাই সেলফি ও অটোগ্রাফ নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়েন। এ থেকে রেহাই পেতে ও নিজের সুরক্ষার জন্য প্রায় সব তারকাই একজন দেহরক্ষীকে সঙ্গে রাখেন, যারা কোনো অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে পারেন। এ থেকে ব্যাতিক্রম নন বলিউড সুন্দরী আনুশকা শর্মা। এ অভিনেত্রীর শুটিং কিংবা বাইরে বেরানো থেকে সবকিছুই দেখভাল করেন তার দেহরক্ষী।
আনুশকার বিশ্বস্ত ওই দেহরক্ষীর নাম সোনু। তার প্রকৃত নাম প্রকাশ সিং। নয় বছর ধরে আনুশকার ছায়াসঙ্গী হয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি। দেশ হোক বা বিদেশ, এই অভিনেত্রী যেখানেই যান না কেন সঙ্গে সনুকে নিয়ে যান। এই নয় বছরে আনুশকার বিশ্বাস অর্জন করে তার পরিবারের সদস্য হয়ে উঠেছেন সনু।
আনুশকার ভক্তরা স্বাভাবিকভাবে জানার জন্য মুখিয়ে আছেন এ জন্য তার দেহরক্ষীকে কত বেতন দেন তিনি? জানা যায়, আনুশকার দেহরক্ষী সনুর বেতন শুনলে চমকে যাবেন। বছরে এক কোটি ২০ লাখ রুপি পান তিনি। অর্থাৎ প্রতি মাসে তার অ্যাকাউন্টে ১০ লাখ রুপি করে ঢোকে। সূত্র: ফ্লিমবিট