চলমান কঠোর লকডাউন ১৫ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসময়ের মধ্যে পশুর হাটে কেনা-বেচা চলবে।
সোমবার এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। শিগগির এ নিয়ে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
জানানো হয়, কোরবানির ঈদে মানুষের চলাচল ও পশুর হাটে বেচা-কেনার বিষয় বিবেচনায় কঠোর লকডাউন শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসময়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহণ। এর আগে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ১ জুলাই থেকে কঠোর লকডাউন আরোপ করে সরকার। পরে তা সময়সীমা বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়।