হারারে টেস্টে জিম্বাবুয়েকে ২২০ রানে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ের সামনে লক্ষ্য ছিল ৪৭৭ রানের। জিততে তাদের গড়তে হতো বিশ্বরেকর্ড।
বাংলাদেশের হারের সম্ভাবনা কার্যত ছিল না, তবে হারারের উইকেট ব্যাটসম্যানদের পক্ষে থাকায় ড্র করার চেষ্টা ছিল জিম্বাবুয়ের।
শেষ দিনে স্বাগতিকদের হাতে ছিল ৭ উইকেট, দরকার ৩৩৭ রান।
১৬৪ রানে ৭ উইকেট হারানোর পর ড্রয়ের চেষ্টা করে স্বাগতিকরা। শেষ তিন উইকেটে তারা ৩৪.৩ ওভার কাটিয়ে দিয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি।
শেষ ইনিংসে ৪৭৭ রান তাড়ায় জিম্বাবুয়ে শেষ দিনে গুটিয়ে যায় ২৫৬ রানে।
দেশের বাইরে বাংলাদেশের সবচেয়ে বড় জয় এটিই।