স্টাফ রিপোর্টার, ফরিদপুর(পাবনা) : গতকাল মঙ্গলবার ফরিদপুর উপজেলা আওয়ামীলীগ অফিসে পৌর আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আবুল হাসেম’র নামে পাবনার একটি পত্রিকায় এবং কয়েকটি অনলাইন পোর্টালে কিছু আপত্তিকর ও মানহানিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত সাংবাদিক সম্মেলনে ওই সংবাদের নিন্দা জানিয়ে লিখিত বক্তব্য পেশ করেন,উপজেলা আওয়ামীলীগের সম্পাদক আলী অশরাফুল কবীর। এ সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি হাসান আলী ও আব্দুল মান্নান,দফতর সম্পাদক শফিকুল ইসলাম,সদস্য আব্দুল হালিম,পৌর আওয়ামীণীগের সভাপতি আবুল হাশেম,সম্পাদক আবুল এহসান জন,ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম মুরাদসহ অন্যন্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,আ’লীগের ভাবমুতি নষ্টের জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত তাই মুজিব আদর্শ বিশ্বাসীদের ওই ষড়যন্ত্রকারীদের সম্পকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানানো হয়।