শিক্ষা ডেস্ক : করোনা ভাইরাসের কারণে পূর্ব ঘোষণা অনুযায়ী ৬ আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সরকার শিক্ষা প্রতিষ্ঠানের এ ছুটি ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে ।
বুধবার (২৯ জুলাই) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য,করোনা ভাইরাসের মহামারি ঠেকাতে গত ১৭ মার্চ থেকে দেশের সব স্কুল-কলেজ-মাদরাসা, বিশ্ববিদ্যালয় ও কোচিং সেন্টার বন্ধ রয়েছে।