উইলোর ব্যাট নয়, বরং বাঁশের তৈরি ব্যাটই ব্যাটসম্যানদের জন্য বেশি উপকারে আসবে বলে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে। ক্রীড়া প্রকৌশল ও প্রযুক্তি সাময়িকীতে এ সম্পর্কিত একটি গবেষণা প্রকাশিত হয়েছে।
বলা হচ্ছে, পরীক্ষায় দেখা গেছে বাঁশের তৈরি ব্যাট বেশি শক্ত। বল পেটাতে বেশি উপযোগী এই বাঁশের ব্যাট।
কাঠের ব্যাটের চেয়ে ভালো। ডক্টর দার্শিল শাহ ও বেন টিঙ্কলার-ডেভিস প্রলেপযুক্ত বাঁশের ক্রিকেট ব্যাট ও প্রথাগত ক্রিকেট ব্যাটের পারফরম্যান্স তুলনা করে দেখেছেন।
সব পরীক্ষাই রায় দিয়েছে বাঁশের তৈরি ব্যাপের পক্ষে। তবে ঝামেলা করছে ক্রিকেটের আইন। আইনে সরাসরি বলা আছে, ক্রিকেট ব্যাট অবশ্যই কাঠ দিয়ে বানাতে হবে। ফলে বাঁশের ব্যাট দিয়ে আপাতত প্রীতি ম্যাচেই হয়তো খেলা সম্ভব।