পাল্লেকেলে টেস্টের পঞ্চম দিন স্থায়ী হলো এক ঘণ্টার একটু বেশি সময়। চতুর্থ দিনের সংগ্রহের সঙ্গে ৫০ রান যোগ করেই বাংলাদেশ হারিয়েছে শেষ ৫ উইকেট। শেষ ৩ উইকেট ৯ বলের ব্যবধানে।
শ্রীলঙ্কার জয়াবিক্রমে নিয়েছেন ৫ উইকেট। টেস্ট ইতিহাসে অভিষেকে কমপক্ষে ১০ উইকেট নেয়া ১৬তম ক্রিকেটার তিনি।
পাঁচদিনের ম্যাচের শেষ দিনে জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ছিল ২৬০ রান, হাতে পাঁচ উইকেট। লিটন দাস ১৪ ও মেহেদী হাসান মিরাজ ৪ রানে নিয়ে দিনের খেলা শুরু করে জটিল অঙ্কের হিসেবটা মেলাতে পারলেন না। সুবিধা করতে পারেননি লেজের দিকের ব্যাটসম্যানরাও।
৪৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্কোর বোর্ডে ২২৭ রান তুলে অলআউট টাইগাররা। ২০৯ রানে ম্যাচ হারের সঙ্গে সিরিজটাও হারালেন মুমিনুল হকরা।