ভাঙ্গুড়া প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়া উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের প্রাণি বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো: আব্দুর রশীদ এর চাকরি জীবনের শেষ কর্মদিবস উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার কলেজ প্রশাসন এক বিদায় সংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো: শহিদুজ্জামান। প্রাণি বিদ্যা বিভাগের প্রভাষক মো: রবিউল করিম এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপাধ্যক্ষ আলহাজ মাহমুদা খাতুন,বিদায়ী শিক্ষক মো: আব্দুর রশীদ,ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মলয় কুমার সরকার,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মাহবুব-উল-আলম বাবলু,ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো: আব্দুস সালাম,ভুগোল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো: শখিকুল ইসলাম,জীব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কে এম হামিদুর রহমান,ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক প্রতাপ কুমার মন্ডল,ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক চন্দনা রানী দাশ,মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক কাণিজ সোহানী দিলরুবা রত্না,প্রাণি বিদ্যা বিভাগের প্রভাষক মো: আব্দুল লতিফ,রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক রফিকুল ইসলাম,প্রভাষক সরকার মো: আহসানুল হাবীব রতন।
বক্তারা বলেন,জনাব আব্দুর রশীদ একজন গুণী শিক্ষক ছিলেন। কলেজে তার অবদান চির স্মরনীয় হয়ে থাকবে। তার আদর্শ অনুকরণ করে অসংখ্য ছাত্র-ছাত্রী আজ আলোকিত জীবন গড়েছেন। তিনি নিজের সন্তান দুটোকেও যোগ্য মানুষ হিসাবে তৈরি করেছেন।
উল্লেখ্য,তার মেয়ে সরকারের প্রশাসন ক্যাডারের সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার,যিনি উচ্চ শিক্ষায় অস্ট্রেলিয়া রয়েছেন। ছেলেটি চিকিৎসা ক্যাডারের,যিনি কনসালটেন্ট চিকিৎসক হিসাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। তার স্ত্রী সোনালী ব্যাংকের সাবেক সিনিয়র অফিসার।
বিদায়ী শিক্ষক জনাব আব্দুর রশীদ বলেন,প্রায় চল্লিশ বছর ধরে কলেজে শিক্ষকতা করেছি। আমার যা প্রাপ্তি তার সবই কলেজকে কেন্দ্র করে। তাই কলেজ ও সহকর্মীদের কাছে আমি কৃতজ্ঞ।
অধ্যক্ষ মো: শহিদুজ্জামান বলেন,আব্দুর রশীদ শ্রেণিতে পাঠ দান ছাড়াও কলেজ প্রশাসন কে যেভাবে সহযোগিতা দিয়েছেন তার জন্য প্রশাসনের পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
এর আগে প্রাণি বিদ্যা বিভাগের শিক্ষকগণ জনাব আব্দুর রশীদের বিদায় উপলক্ষ্যে তাকে একটি সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন। একই সঙ্গে জনাব আব্দুর রশীদ বিভাগের সিনিয়র শিক্ষক প্রভাষক মো: আব্দুল লতিফ এর নিকট বিভাগের পরবর্তী প্রধান হিসাবে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় অধ্যক্ষ মো: শহিদুজ্জামান ও উপাধ্যক্ষ আলহাজ মাহমুদা খাতুন উপস্থিত ছিলেন।
পরে কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ মো: শহিদুজ্জামান ও উপাধ্যক্ষ আলহাজ মাহমুদা খাতুন বিদায়ী শিক্ষক অধ্যাপক মো: আব্দুর রশীদ কে ফুলের তোড়া ও সম্মাননা উপহার সামগ্রী প্রদান করেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কলেজ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ কারী মো: আশরাফ আলী।
অনুষ্ঠানের সকল পর্বে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব নিয়ম অনুসরণ করা হয়।