ভাঙ্গুড়া প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়ায় স্ত্রী ও ছেলের প্রহারে সোমবার রাতে এক গৃহস্বামীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রাঙ্গালিয়া গ্রামে। নিহত ব্যক্তির নাম জিল্লুর রহমান জিন্নাহ(৫৫)। তিনি অবসরপ্রাপ্ত নৌ সৈনিক এবং রাঙ্গালিয়া বাজারের জিন্নাহ মাকের্টের মালিক।
গ্রামবাসী জানায়,জিন্নার ছেলে আরিফুল ইসলাম(২০) ও জিন্নার স্ত্রী আনোয়ারা খাতুন(৫০)দু’জন মিলে গত শনিবার রাতে তাকে রড দিয়ে বেদম প্রহার করে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশি লোকজন রবিবার তাকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু তার অবস্থার দ্রæত অবনতি ঘটায় এখানকার চিকিৎসকরা তাকে পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানেও তার অবস্থার উন্নতি না হওয়ায় গতকাল সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ড করা হয় কিন্তু পথেই তার মৃত্যু হয়।
নিহতের ছেলে আরিফুল ইসলাম জানায়,তার পিতা একজন জুয়ারু ছিলেন। তাকে ভালো পথে ফিরে আনতে না পেরে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে আমরা মা-ছেলে মিলে তাকে পিটিয়ে ছিলাম। সে আরো জানায়, হাসপাতালে চিকিৎসাকালিন অবস্থায় টয়লেটে গিয়ে পড়ে তার বাবা মাথায় শক্ত আঘাত পান। এ কারণেই তার মৃত্যু হয়েছে।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মঙ্গলবার দুপুরে গ্রামবাসীর নিকট থেকে খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশ গেছে। লাশের সুরতহাল প্রস্তুতের পর ময়না তদন্তের জন্য পাবনা জেলা মর্গে পাঠানো হবে। মঙ্গলবার বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি বলে তিনি জানান। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে এমন প্রমান মিললে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।