আব্দুস সালাম তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশে রড বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে বাজারের লোকালয়ে ঢুকে পড়ায় দু’জন ক্রেতা-বিক্রেতা নিহত হয়েছেন এবং কমপক্ষে আরো পাঁচজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার খালকুলা বাজারে এ দূর্ঘটনা ঘটে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার এস.আই রফিকুল ইসলাম জানান।
নিহতরা হলেন, বাজারের মাছ বিক্রেতা তাড়াশের খালকুলা গ্রামের ময়নাল হোসেন (৩২) ও ক্রেতা শাহজাদপুর উপজেলার তালগাছি এলাকার মানিক মিয়া (২৫)।
এস.আই আরও বলেন, ঢাকা থেকে নাটোরগামী ১৬ চাকা বিশিষ্ট রড বোঝাই ট্রাকটি (লংভাইকেল) নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে অবস্থিত খালকুলা বাজারে ঢুকে পড়ে। ট্রাকটি কয়েকজনকে চাপা দিয়ে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়।
নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।