উল্লাপাড়া(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ অবশেষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে করোনা সন্দেহে পাষান্ড ছেলের ফেলে যাওয়া বৃদ্ধ বাবা ছোবাহান আলী(৭০) শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন। গত ১৫ জুলাই উল্লাপাড়া উপজেলার মানিক দিয়ার গ্রামের ছোবাহান আলী ছেলে নজরুল ইসলাম বাবার করোনা সন্দেহে গভীর রাতে উল্লাপাড়া পৌর টার্মিনালের কাছে মহাসড়কের ধারে ফেলে পালিয়ে যান। খবর পেয়ে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ বৃদ্ধ বাবাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।
এদিকে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ছোবাহান আলীর ছেলে পাষন্ড নজরুল ইসলামের করোনাকালে এই অমানবিক ও ঘৃন্য কর্মকান্ডের জন্য গত বৃহস্পতিবার তাকে নাটোর জেলার সিংড়া উপজেলার নওগাঁ গ্রাম থেকে গ্রেফতার করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আনোয়ার হোসেন জানান, হাসপাতালে চিকিৎসাধীন ছোবাহানের অবস্থা ক্রমাগত খারাপের দিকে যাচ্ছিল। তিনি হৃদরোগ ও লিভার সমস্যায়ও ভুগছিলেন। তার সঙ্গে যোগ হয় করোনা উপসর্গ। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ছোবাহান আলীর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার রাতে তিনি মারা গেছেন।
এ ব্যাপারে গত মঙ্গলবার ও বুধবারে দৈনিক করতোয়াসহ বিভিন্ন পত্রিকা অনলাইন ভার্সন ও প্রিন্ট ভার্সনে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।