এসএম মাসুদ রানা, চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলার মূলগাম ইউনিয়নের দক্ষিন সেনগ্রাম কবরস্থানে অভিযান চালিয়ে দেশী তৈরি একনালা এলজি বন্দুক সহ কুতুব উদ্দিন (৪৫) কে আটক করেছে পুলিশ। সে ফৈলজানা ইউনিয়নের বড় দুবলা পাড়া গ্রামের রিয়াজ দিরাই এর ছেলে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মনির ও তাজমুল সহ আমরা অভিযান চালিয়ে কুতুবকে আটক করি। পরে তার দেয়া সূত্রে কবরস্থান থেকে দেশী তৈরি বন্দুকটি উদ্ধার করা হয়। এব্যাপারে চাটমোহর থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। আসামিকে পাবনা জেল হাজতে প্রেরন করা হয়েছে।