এস এম মাসুদ রানা,চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলার কাটাখালীর কাঠগড়া চিকনাই নদীর উপর এলাকাবাসীর নিজ উদ্যোগে নির্মিত হচ্ছে ৫২৫ ফুট বাঁশের সেতু।
জানা যায়, উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী কাটগড়া নামক স্থানে দীর্ঘদিন ধরে একটি ব্রিজ নির্মাণের জন্য এলাকাবাসী দাবী করে আসছিল। বারবার বিভিন্ন জনপ্রতিনিধিরা
আশ্বস্থ করে ও এ পর্যন্ত কেউ আর কথা রাখেনী! সেতুটি নির্মাণ না হওয়ায় হতাশা এবং ক্ষোভ থেকেই এলাকাবাসীর নিজ উদ্যোগে মানুষের পারাপারের জন্য নির্মাণ করা হচ্ছে এই বিশাল বাঁশের সেতু।
অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল এ অঞ্চলের যোগাযোগ বিবেচনা করে অনেকের আশ্বস্তে আশায় বুক বেঁধে ছিল এলাকার মানুষ। কিন্তু যুগ যুগ প্রতিক্ষায় থেকেও আশার মুখ দেখেনি কাঠগড়ার ব্রিজ।
এলাকার মানুষের স্বপ্নের এই ব্রিজটি হলে কাটাখালীর সাথে খৈরাশ, দিয়ারগাড়ফা রাজাপুর চান্দাই, সহ বহু অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা স্থাপন হতো।
এছাড়া ডিকে উচ্চ বিদ্যালয়ে বহু কমলমতি ছাত্র/ছাত্রী এ নদী পার হয়ে নিয়মিত যাতায়াত করে এতে করে নানা রকম ঝুকি পরতে হয় বিশেষ করে বর্ষা মৌসুমে। এলাকার মানুষের ফসলাদি আনা নেয়ার জন্য নৌকায় পার হতে হয়। কখনও কখনও বাঁশের সাঁকো দিয়ে ও পারা-পার হতে হয়। এর ফলে অনেকেই সাঁকো থেকে পড়ে গিয়ে দুর্ঘটনাও ঘটেছে। কিন্তু এবার এলাকাবাসী কারোর আশায় না থেকে সাঁকোর পরিবর্তে বাঁশ লোহা দিয়ে মজবুত করে দির্ঘ্য এই সেতু নির্মাণ করছে।
প্রায় অর্ধশত সেচ্ছাসেবী দিনরাত কাজ করে যাচ্ছে। এভাবে কাজ করলে আর ২/১ দিনের মধ্যেই সেতুটি চালু হবে। এলাকাবাসীর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারন মানুষ।