নিজস্ব প্রতিবেদক, পাবনা ॥
পাবনার সুজানগর উপজেলার আহাম্মদপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কামাল হোসেনকে পিটিয়ে আহত করেছে দূর্বত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে আহাম্মদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে পৌঁছালে কতিপয় সন্ত্রাসী তার পথরোধ করে লাঠিশোটা নিয়ে ইউপি চেয়ারম্যান কামাল হোসেনের ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা তাকে বেধড়ক মারপিট করে। চেয়ারম্যানের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ আরো জানায় কারা কি কারনে তার উপর হামলা চালিয়েছে তা খুজে বেড় করা হচ্ছে। তবে ধারনা করা হচ্ছে পূর্ব কোনো বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে।