এস এম মাসুদ রানা,চাটমোহর (পাবনা) প্রতিনিধি
কোনো প্রকার দরপত্র আহবান ছাড়াই পাবনার চাটমোহর উপজেলার হরিপুর দূর্গাদাস স্কুল এন্ড কলেজের গাছ কেটে সাবাড় করার অভিযোগ উঠেছে কলেজ অধ্যক্ষ এবং সভাপতির বিরুদ্ধে।
নতুন স্কুল ভবন তৈরির অজুহাত তুলে সোমবার (১৩ জুলাই) সকালে কলেজের দীর্ঘ পুরানো কয়েকটি গাছ কাটা হলেও কোনো প্রকার নিয়ম কানুন মানা হয়নি। এ ক্ষেত্রে বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরকে জানানোর কথা থাকলেও তা করা হয়নি।
পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার মোহাম্মদ রায়হান গাছ কাটা বন্ধ করেন। তবে কলেজ কর্তৃপক্ষের দাবি, গর্ভনিং বডির সিদ্ধান্ত মোতাবেক গাছগুলো কাটা হয়েছে।
সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, দিন হাজিরার ভিত্তিতে কয়েকজন শ্রমিক কলেজ ভবনের পেছন থেকে গাছ কাটছেন। ধূলাউড়ি গ্রামের তজু প্রামানিক নামে এক ব্যক্তির কাছে ২ লাখ ৫ হাজার টাকায় বেশকিছু মেহগণি, আমসহ বিভিন্ন প্রজাতির ১৪টি গাছ বিক্রি করে কলেজ কর্তৃপক্ষ। সকাল থেকে প্রায় ৭টি বড় গাছ কাটা হয়। পরে ইউএনও’র নির্দেশে গাছ কাটা বন্ধ হয়।