ভাঙ্গুড়া প্রতিনিধি :
বন্যার পানিতে গোসল করতে গিয়ে আব্দুর রহমান নামের ৮ বছরের একটি শিশু ডুবে মারা গেছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার দুপুরে ভাঙ্গুড়া পৌরসভার উত্তর মেন্দা গ্রামে। মৃত শিশুর পিতা সুমন আহমেদ জানান,বাড়ির নিকটেই খাল এবং জমি বন্যায় প্লাবিত হয়েছে। সহপাঠিদের সাথে সেখানে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়। তিনি আরো বলেন,ছেলেটি সাঁতার জানতো না।
এ দিকে আব্দুর রহমানের মৃত্যুর খবরে ওই মহল্লায় শোকের ছায়া নেমে আসে।