ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া পৌরসভায় গত কয়েকদিনের টানা বর্ষণে উপজেলা পরিষদ চত্বরসহ পৌর সভার ৮ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে সেখানকার বাসিন্দারা ভোগান্তির শিকার হয়েছেন।
রবিবার সরেজমিনে দেখা যায়,ওই ওয়ার্ডের রাস্তা ও কিছু বাসা-বাড়িতে পানি জমে রয়েছে। ভদ্রপাড়া মহল্লার রনজিত কুমার তরুন জানান, বৃষ্টির কারণে তার বাড়ি যাওয়ার রাস্তা এমনকি ঘরের উঠানেও পানি ঢুকেছে। একই মহল্লার সুস্থির কুমার সরকার জানান, বৃষ্টির পানি নিষ্কাশন হতে না পাড়ায় অসুবিধায় পড়েছি।
এ ব্যাপারে ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোজাম্মেল হক বিশু বলেন, কয়েকদিনের বৃষ্টিতে আমার ওয়ার্ডের চার’টি মহল্লায় পানি জমে জলাবদ্ধতা দেখা দিয়েছে। কারণ স্থানীয় অধিবাসীরা ড্রেনে ময়লা-আবর্জনা ফেলায় এই সমস্যার সৃষ্টি হচ্ছে। তিনি আরো বলেন,মেয়র সাহেব ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত পানি নিষ্কাশনের নির্দেশ দেওয়ায় শ্যালো মেশিন লাগিয়ে সেচের কাজ চলছে।