কলিট তালুকদার,পাবনা: র্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে। আটককৃত ওসমান গণি (৪০) পাবনা সদর উপজেলার চর কোষশাখালী(লঞ্চঘাট) এলাকার মৃত আব্দুর রহিম সরদারের ছেলে।
র্যাব সূত্র জানায়, সোমবার দুপুরে র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে র্যাবের একটি দল সদর উপজেলার চরকোশাখালী এলাকায় অভিযান চালিয়ে ওসমান গণিকে আটক করে। এসময় তার কাছ থেকে ৮;শ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ব্যাপারে থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।