ভাঙ্গুড়া প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় আজ শনিবার পৌরসভার শরৎনগর পশুর হাটে গরু-ছাগলের পর্যাপ্ত আমদানি হয় কিন্তু ক্রেতার সংখ্যা কম ছিল। ফলে পশুর দামও পড়ে যায়। যে গরুর দাম ৭০ হাজার টাকা হবার কথা সেটা ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
খামারীরা জানান, একদিকে করোনা পরিস্থিতিতে ক্রেতা কম, অন্যদিকে বন্যার কারণে পশু সংরক্ষণে তীব্র সমস্যা তৈরি হয়েছে। এছাড়া পশু খাদ্যেরও সংকট সৃষ্টি হয়েছে। তাই খামারীরা বাধ্য হয়েই তাদের গরু-ছাগল বিক্রির জন্য হাটে তুলছেন।
ভাঙ্গুড়া উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ডা: তোফাজ্জল হোসেন বলেন,কোরবানিকে উদ্দেশ্য করে এখানকার খামারীরা অনেক বেশি পশু পালন করে। অন্যান্য বছর এই উদ্বৃত্ত গরু ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যেত কিন্তু এবার বাইরের ব্যাপারিরা না আসায় খামারীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন।