উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ শুক্রবার মধ্যরাতে উল্লাপাড়া পৌরসভার নেওয়াগাছা গ্রামের মুক্তিযোদ্ধা মীর নওশাদ হোসেন তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না……..রাজিউন)। তিনি বছর খানেক আগে স্টোকে আক্রান্ত হয়ে শয্যাসায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে রেখে গেছেন। নেওয়াগাছা কবরস্থান মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম তার মৃত্যুতে শোক প্রকাশ এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।