চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের করৎকান্দি গ্রামে স্কুল ছাত্র (১৬) এর হাতে একই স্কুলের আরেক ছাত্রী (১৪) ধর্ষনের শিকার হয়েছে। এ বিষয়ে বাদি হয়ে মেয়ের বাবা মঙ্গলবার (১২ জানুয়ারী) রাতে চাটমোহর থানায় মামলা করলে পুলিশ মামলার প্রধান আসামী করৎকান্দি গ্রামের বাবলু হোসেনের ছেলে লিমন আলী (১৬) কে আটক করে।
মামলা সূত্রে জানা গেছে, সমাজ আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থকে ১০ শ্রেনীর ছাত্র লিমন বিয়ের প্রলোভনে গত ৪ জানুয়ারী রাত ১০ টার দিকে আফজাল হোসেনের বাগানে ডেকে নিয়ে ধর্ষন করে। পরে মেয়ের পরিবারের লোকজন বিষয়টির সমাধানে একাধীকবার বৈঠক করলেও কোন সমাধান না হওয়ায় চাটমোহর থানায় একটি ধর্ষন মামলা করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ডেভিড হিমাদ্রী বর্মা জানান, রাতে মামলা হওয়ার সাথে সাথে আসামীকে আটক করতে ভাঙ্গুড়ার দূর্গম এলাকা খানমরিচের বৈদ্য মরিচ এলাকায় অভিযান চালাই। রাত ১টার দিকে লিমন কে আটক করে থানায় নেওয়া হয়। আজ বুধবার তাকে আদালতে পাঠানো হবে।