ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এর উদ্যোগে নির্বাচনী জনসভায় আগামীর বাংলাদেশ হবে ইসলামীক বাংলাদেশ মামুনুল হক। বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলকে রাজনৈতিক অংশীদারিত্ব না দিয়ে একদলীয় ব্যবস্থার মাধ্যমে দেশে নতুন করে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে একটি দল এমন মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
বুধবার দুপুরে ফুলবাড়ীয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, গণভোট, নির্বাচনকালীন লেভেল পেয়িং ফিল্ড এবং খেলাফত প্রতিষ্ঠার’ দাবিতে আয়োজিত গণ-সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যেভাবে একটি দল বাংলাদেশকে কুক্ষিগত করে ফ্যাসিবাদ কায়েম করেছিল, আবারও কেউ কেউ পালাবদলের নামে আগামী ১৫ বছর ক্ষমতায় আঁকড়ে থাকার স্বপ্ন দেখছে। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলার মানুষ রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে। নতুন ফ্যাসিবাদের হাতে এই মাটি ইজারা দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামিক বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে জুলাই সনদভিত্তিক বাংলাদেশ।
খেলাফত ফুলবাড়ীয়া উপজেলা শাখার সভাপতি শায়খুল কুররা হাফেজ আব্দুল লতিফ সভাপতিত্বে বক্তব্য রাখেন খেলাফত মজলিস বাংলাদেশ মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, যুগ্ন মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক ফজলুর রহমান, কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি মোহাম্মদ সাইদ নূর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা (পশ্চিম) মুফতি সারওয়ার হোসাইন, সধারণ সম্পাদক বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা (পশ্চিম) মাওলানা রেজাউল করিম, ময়মনসিংহ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন, বাংলাদেশ খেলাফত মজলিস, মনোনীত প্রার্থী (১৫০ময়মনসিংহ ফুলবাড়ীয়া ৬ আসনে মুফতি আব্দুল কাদের সহ খেলাফত মজলিসের নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
সূত্র: এফএনএস।