বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বুধবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা ও ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ দলের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে বাংলাদেশ সফররত প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বললেন, “বাংলাদেশের বর্তমান নির্বাচনি পরিবেশ নিয়ে নানা প্রশ্ন রয়েছে। তবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য জামায়াত সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।”
তিনি বলেন, “এবারের নির্বাচন কেবল নিয়মিত নির্বাচন নয়-এটি হতে হবে উৎসবমুখর ও বিশ্বাসযোগ্য পরিবেশে।”
জাতীয় নির্বাচন নির্ধারিত সময়ে না-ও হতে পারে, তবে জুলাই সনদ বাস্তবায়ন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়-উল্লেখ করেন জামায়াতের এ নেতা বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জামায়াত, এনসিপি ও আরও কয়েকটি রাজনৈতিক দল প্রস্তাব দিয়েছে যে বিষয়টি গণভোটের মাধ্যমে বাস্তবায়ন করা উচিত। এনসিসির প্রস্তাব দ্রুত কার্যকর করে একটি সরকারি আদেশের ভিত্তিতে গণভোট আয়োজনের উদ্যোগ নেওয়া প্রয়োজন।”
তিনি আরও যোগ করে বলেন, “জাতীয় নির্বাচনের আগে গণভোটই সবচেয়ে যৌক্তিক পদক্ষেপ। তিনি আশা প্রকাশ করেন, নভেম্বরের মধ্যেই এ গণভোট অনুষ্ঠিত হতে পারে। জুলাই সনদ এতটাই গুরুত্বপূর্ণ যে, প্রয়োজনে বাড়তি ব্যয় করেও এটি গণভোটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় ভবিষ্যতের নির্বাচনগুলোতেও এই চাপ থেকে যাবে।”
‘ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনী, বিজিবি, র্যাবসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর স্থায়ী অবস্থান নিশ্চিত করা দরকার। অতীতে এসব বাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করেছে, এবার তাদের মাঠে স্থায়ীভাবে থাকতে হবে’-যোগ করেন তিনি।
কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে নির্বাচনের পরিবেশ কেমন আছে, তারা সেটি জানতে চেয়েছে। বৈঠকে সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি দরকার, জামায়াতের পক্ষ থেকে সেসব প্রস্তুতি রয়েছে বলে প্রতিনিধি দলকে জানানো হয়েছে।
সূত্র: এফএনএস।