1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১০:১৫ অপরাহ্ন

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৭১৮ হজযাত্রী

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২ সময় দর্শন

বাংলাদেশ থেকে ২০২৫ সালের হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন ৪৪,৭১৮ জন হজযাত্রী। ১৪৪৬ হিজরি সালের এই হজ পালনের জন্য গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে ৩৯৮ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে যাত্রা শুরু করে। এইভাবে চলতি বছরের হজ কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়, যা ৩১ মে পর্যন্ত চলবে।

সর্বশেষ হজ সম্পর্কিত বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ১১২টি ফ্লাইটে এই হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছান। সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১১২টি ফ্লাইট পরিচালিত হয়েছে, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪০,১৩৫ জন হজযাত্রী রয়েছেন। এ বছর মোট ৮৬,৪৪৭টি ভিসা ইস্যু করা হয়েছে।

ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৫টি, সৌদি এয়ারলাইন্সের ৩৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে। তবে, চলতি বছর হজ করতে গিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে পাঁচজন পুরুষ এবং একজন নারী। মৃতদের মধ্যে রয়েছেন জামালপুরের হাফেজ উদ্দিন (৭৩), রাজবাড়ীর খলিলুর রহমান, কিশোরগঞ্জের মো: ফরিদুজ্জামান, পঞ্চগড়ের আল হামিদা বানু, ঢাকার মোহাম্মদপুরের মো: শাহজাহান কবীর এবং নীলফামারির ফয়েজ উদ্দীন (৭২)।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৫,২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জন হজ করতে যাচ্ছেন। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৭০টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট ৩১ মে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাই।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host