পাবনার ভাঙ্গুড়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
প্রথমে ঢাক-ঢোল, কাঁশিসহ অন্যান্য বাদ্যযন্ত্র বাজতে থাকে। লাঠিয়ালরা বাঁশের লাঠি ঘুরাতে ঘুরাতে মাঠে প্রবেশ করেন। এরপর বাদ্যের তালে তালে চলে লাঠিয়ালদেন লাঠির কসরত। খেলায় প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষায় পাল্টা আঘাতে মরিয়া ওঠেন লাঠিয়ালরা। লাঠির করসত দেখে নানা বয়সি শতশত দর্শক লাঠিয়ালদের উৎসাহ দিতে তারা দুহাতে তালি দিতে থাকেন। খেলায় ভাঙ্গুড়া শাহানগর ও চাটমোহর করোকলা দুটি দল অংশগ্রহণ করেন। দুটি দলের প্রায় ২০ জন দুই লাঠি, চার লাঠি, শর্কি খেলা, ঢেঁকি ও আগুনসহ নানান খেলা প্রদর্শন করেন।
অনুষ্ঠানে অষ্টমনিষা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজার সভাপতিত্বে উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন রাজ, সহ সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, পৌর কৃষক দলের সদস্য সচিব পান্না হোসেন, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান কানন ও হাসিবুল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অষ্টমনিষা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনছার আলী বলেন, নতুন প্রজন্মের কাছে লাঠি খেলার ঐতিহ্য তুলে ধরা ও মানুষকে আনন্দ দিতে লাঠি খেলার আয়োজন করেছে স্থানীয় কৃষক দল। এই খেলাকে গ্রামবাংলার বুকে ধরে রাখতে স্থানীয়দের পাশাপাশি সরকারকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।