মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প দক্ষিণ-পূর্ব এশিয়াকে কাঁপিয়ে দিয়েছে। ভয়াবহ এ ভূমিকম্পে নিহত বেড়ে ৬৯৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন দেড় হাজারেরও বেশি। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার সকালে জান্তা সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এতথ্য জানিয়েছে।
এদিকে মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ ও গবেষণা সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।
২০২১ সালে মিয়ানমারে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে রাজনৈতিক অস্থিরতা চলছে। এ অবস্থায় ভূমিকম্পের ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলা কঠিন হয়ে পড়বে। মিয়ানমারের বিরোধী দল ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছে।
সূত্র: আমার দেশ